বড়ই অদ্ভুত

বড়ই অদ্ভুত

দিনটা আজ অনেক মন খারাপে যাচ্ছে আমার। সময় এখন রাত বারোটা। একাকি বসে আছি খোলা আকাশের নিচে।ভাবতেছি ওই দূর আকাশের দিকে তাকিয়ে, এই পৃথিবীটা কেন এত রহস্যময়ী সাথে পৃথিবীর মানুষ গুলি ও।
আমরা এ পৃথিবীতে এসেছি ক্ষণস্থায়ী জীবন নিয়ে। এই ক্ষণস্থায়ী জীবনী মানুষগুলো অনেক আজব।
কিছু কিছু মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে।মনে করে সে যেন একজন অনেক বড় ক্ষমতাশীল মানব। স্বল্প দিনের জীবনটা নিয়ে অনেক বাহাদুরি দেখায়।

নিজের ভালো মন্দ কিংবা স্বাধীনভাবে চলা যেন তাদের কাছ থেকে শিখতে হবে।
আরে ভাই নিজের সার্কিটে তেল দাও, কেন অন্যকে নিয়ে এত ভাবতে যাও। অন্যদের নিয়ে ভাবা এটা খারাপ না,ভাবনাটা যদি হয় সঠিক। তবে ভাই ভাবার তো একটা লিমিট আছে নাকি? অন্যরা স্বাধীনভাবে চলতে চাচ্ছে এরইমধ্যে  আপনি যদি ক্ষমতার বাহাদুরি দেখান। এটা তো ভালোর দিক হয় না।


আর পৃথিবীটাতে এমনও কিছু মানুষ আছে অধিক পরিমাণে ভালোবাসা পেলে যেন, ভালোবাসার মূল্যটা বুঝতেই পারে না। মনে করে ভালোবাসাটা যেনো তাদের কাছে একটা খেলনার পুতুল। ভালো লাগলো সাথে রাখলাম,আর ভালো না লাগলে ছুড়ে ফেলে দিলাম।
আরে মানুষ...
ভুলে যেও না, আজ হয়তো সময় গুলো  তোমার অনেক ভাল যাচ্ছে তাই অধিক পরিমাণে ভালোবাসার মানুষটাকে এড়িয়ে চলছো। এমন একটি সময় আসতে পারে তখন তুমি সবার অবহেলার পাত্র হয়ে থাকবে। হয়তো তখনই বুঝতে পারবে ভালোবাসাটা কি আর কাউকে অবহেলা কিংবা এড়িয়ে চলার যন্ত্রণাটা  কেমন।

লিখতে লিখতে অনেক কিছু লিখা হয়ে গেল, কিন্তু মনটা এখনো আগের মতোই রয়ে গেল।

সবাই ভালো থাকবেন।