Andriod মজা [পর্ব-১০] :: আপনার পছন্দের Apps এর আইকনের মধ্যে দিয়ে দিন আপনার ছবি

140 বার দেখা হয়েছে । 
ডিসেম্বর ১৯, ২০১৩
দিয়েছেন

Font Size » Large | Small


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

নোকিয়া তে আমরা সবাই জানি কিভাবে  Software  এর আইকনের মধ্যে নিজের ছবি বসিয়ে তে হয় তা আমরা সবাই কম বেশি জানি, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রোয়েড ফোনের Apps এর আইকনের মধ্যে নিজের ছবি কিভাবে লাগাতে হয় তার নিয়ম। প্রথমে এখান থেকে Icon Changer Apps টি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করে চালু করুন।

তাহলে নিচের মত আসবে।

Click icon to make a shortcut এর উপরের ছবির উপর ক্লিক করুন তাহলে নিচের মত আসবে।

এখানে আপনার ইন্সটল করা Apps গুলো দেখা যাবে, এবার আপনি যে Apps এর আইকন Change করবেন সে Apps এর উপর ক্লিক করুন আমি আমার Apps এর মধ্যে বাংলা ডিকশনারী Apps এর আইনন পরিবর্তন করব তাই Bangla Dictionary
ক্লিক করেছি, আপনি আপনার মত Apps এর উপর ক্লিক করুন।

এবার Change বাটনে ক্লিক করে নিজের মত ছবি দিয়ে দিন তারপর Title এ আপনার Apps এর টাইটেল দিন। সবশেষ Ok বাটনে ক্লিক করুন ।ব্যাস হয়ে গেল নিজের ইচ্ছামত Apps এর আইকন!! আর বন্ধুকে দেখিয়ে চমক লাগিয়ে দিন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

  আপনার এ্যানড্রইডের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

দিয়েছেন
বর্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড ফোনটি নিরাপদ রাখার জন্য পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ইউস করি। অনেক সময় আমরা পাসওয়ার্ড টা ভুলে যাই, ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয় ।

কিন্তু, আপনি ইচ্ছা করলে নিজে থেকেই কাজটি করতে পারেন-
১. ফোনটি অফ করে নিন,
২. এরপর ভলিউমের বাটন দুটি চেপে ধরুন,
৩. পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয়,
৪. এরপর দেখবেন চারটি অপশন আসবে,
৫. রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন ।
(এটি করার জন্য ভলিউমের এবং পাওয়ার বাটনটি ইউস করুন)
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত ।