আবূ হুরাইরাহ(রাঃ) হতে বর্ণিত

আবূ হুরাইরাহ(রাঃ) হতে বর্ণিত।আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃসিয়াম ঢাল স্বরূপ।সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না।যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়,তাকে গালি দেয়,তবে সে যেন দুই বার বলে,আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ,যার হাতে আমার প্রান,অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট,সে আমার(আল্লাহ) জন্য আহার,পান ও কামাচার পরিত্যাগ করে।সিয়াম আমারই জন্য।তাই এর পুরস্কার আমি নিজেই দান করব।আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।

[সহীহ বূখারী,২য় খণ্ড,হাদীসঃ১৮৯৪]

আবূ হুরাইরাহ(রাঃ) হতে বর্ণিত।আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃআল্লাহ তা'আলা বলেছেন,সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য,কিন্তু সিয়াম আমার জন্য।তাই আমি এর প্রতিদান দেব।সিয়াম ঢাল স্বরূপ।তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে।যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে,তাহলে সে যেন বলে,আমি একজন সায়িম।যার কবজায় মুহাম্মদের প্রাণ,তাঁর শপথ!অবশ্যই সায়িমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি।সায়িমের জন্য রয়েছে দু'টি খুশী যা তাকে খুশী করে।যখন সে ইফতার করে,সে খুশী হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে,তখন সওমের বিনিময়ে আনন্দিত হবে।

[সহীহ বূখারী,২য় খণ্ড,হাদীসঃ১৯০৪]