কেমন হবে বেহেশতি হুর....?

02/10/2014 18:42


নবীজি এরশাদ করেছেন,
আল্লাহ তা'য়ালা তাদেরকে আগুন
পানি মাটি কিংবা বাতাস
দিয়ে তৈরী করেন নি।

তাদেরকে তৈরী করেছেন,মেশকে আম্বর জাফরান ও
কর্পূর দিয়ে।

পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আম্বর ও জাফরানের তৈরী।
হাঁটু থেকে বুকের ছাতি পর্যন্ত মেশকের তৈরী।
বুকের ছাতি থেকে গ্রীবা পর্যন্ত আম্বরের তৈরী।
গ্রীবা থেকে মস্তক পর্যন্ত কর্পূরের তৈরী।
এ হলো জান্নাতের আনতনয়না হুরগণ।

এর পর আল্লাহ তা'য়ালা তাদেরকে জান্নাতের
পানি দ্বারা ধৌত করেছেন।
ঢেলে দিয়েছেন ইলাহী নূর।
তার মধ্যে সৃষ্টি হয়েছে ঝলক।
তারপর সেজেছে পূর্ণ যৌবনা বধু।
যারা প্রস্রাব পায়খানা থেকে মুক্ত।
হায়েজ নেফাস কিংবা বার্ধক্য
কখনো তাদের স্পর্শ করবে না।
অটুট থাকবে তাদের রূপ যৌবন।
তারা গর্ভধারণ করবে না এবং তাদের মৃত্যুও হবে না।
[ইবনে মাজা]

সুবহানআল্লাহ

খুভ আনন্দ লাগছে তাইনা তবে শুনুন

এই হুর আপনার জন্য নই বরং তাদের জন্য যারা যেকোন কিছুর বিনিময়ে হলেও নিজের চরিত্রকে দাগমুক্ত রেখেছে...

আপনিকি জাগতিক কল্যান চাইবেন নাকি পরকালিন কল্যান চাইবেন, যেখানে আপনাকে থাকতে হবে সারাটা জীবন।

আসুন সেইসব মুমিন পুরুষদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি যাদের চরিত্র হযরত ইউসুফ আ: এর মত।

আর যদি ভুল করেই ফেলেন তবে আজই তাওবা করে ফেলুন...

হাদীসে আসছে- আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার হারানো মাল পুনঃপ্রাপ্তিতে যতটা আনন্দিত হয়, তোমাদের কারো তাওবায় (ক্ষমা প্রার্থনায়) আল্লাহ তার চেয়ে অধিক আনন্দিত হন।

[তিরমিযী]

তা হলে আসুন আজি তওবা করি নিশ্চিয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ তাওবা কবুলকারী!

আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুক

আমিন.....

আরো নতুন কিছু জানতে পোস্ট এ নিয়মিত
লাইক দিয়ে পেজে একটিভ থাকুন!

শেয়ার করে অন্যকেও পড়ার সুযোগ করে দিন।