ওমানে ভালাে নেই প্রবাসী বাংলাদেশিরা

25/06/2020 03:00

ওমানে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এখন সবচেয়ে বেশি । ওমানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ৮ লাখের মতাে বাংলাদেশি । কাজের জন্য বেশিরভাগ শ্রমিককে থাকতে হচ্ছে শহরের বাইরে বা মরুভূমিতে । যদিও তাদের অধিকাংশেরই রুম অথবা সিট ভাড়া থাকে রাজধানী মাস্কাটের বাঙ্গালি অধ্যুষিত এলাকা হামরিয়াতে । প্রতি বছর জুন - জুলাইতে ৪৮ থেকে ৫২ ডিগ্রি তাপমাত্রায় কঠোর পরিশ্রম করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশী । এইসব প্রবাসী সারাদিন কাজের মধ্যে পার করলেও রাত কাটে নানা দুশ্চিন্তায় ! একদিকে পরিবারের চিন্তা অপরদিকে যে কোনাে সময় পুলিশের হাতে গ্রেফতারের ভয় ! তবে এখন সকল ভয়ভীতির উপরে সবচেয়ে বড় ভয় কাজ করছে কাজের নিশ্চয়তা নিয়ে । মহামারী করােনার ভয়াল থাবায় তেলসমৃদ্ধ এই দেশটিতে ইতিমধ্যেই অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে । বহু কোম্পানি থেকে কর্মী ছাটাই করা হচ্ছে । অপরদিকে দেশটির সরকার নানা পেশায় ওমানিকরন করায় বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে এই দেশটির প্রবাসীরা । সাধারণত মধ্যপ্রাচ্যের অন্য দেশের তুলনায় ওমানিরা বাংলাদেশিদের বেশি সম্মান করে , সেইসঙ্গে বিশ্বের অন্য দেশের তুলনায় ওমানে বাংলাদেশি ব্যবসায়ীও বেশি ওমানে । বর্তমানে দেশটির বাংলাদেশি শ্রমিকরা তেমন ভালাে নেই , সেইসঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন , তাদের ব্যবসাও গত ২ বছর যাবত অনেক মন্দা যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিশিষ্ট বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা । বর্তমান করােনার কারণে অনেক কোম্পানি তাদের শ্রমিকদের বেতন দিচ্ছেন না এমন খবরও পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত । দেশটির শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন শ্রমিক ইউনিয়নের দাবী ওমানে এখন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে অনেক কোম্পানি । আরও পড়ুনঃ করােনায় বড় কষ্টে আছেন প্রবাসী শ্রমিকেরা টানা লকডাউনের কারণে খাদ্য সংকট সহ চিকিৎসার অভাবে বহু প্রবাসী বাংলাদেশী । দীর্ঘদিন বেকার থাকায় কর্মহীন অলস সময় কাটাচ্ছেন প্রবাসীরা । দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষথেকে দেওয়া ত্রাণ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম বলে জানিয়েছেন প্রবাসীরা । সবকিছু মিলিয়ে ভালাে নেই মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানের প্রবাসিরা । এমতাবস্থায় দেশে ফেরত আসতে অপেক্ষার প্রহর গুনছেন লক্ষাধিক প্রবাসী । আউটপাশের অপেক্ষায় দিন গুনছেন তারা ।